RG kar Upadte: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, কী জানাল CBI ?
ABP Ananda Live: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির । 'আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার'। কী করে তার নিয়োগ হল? প্রশ্ন প্রধান বিচারপতির । রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ হয়েছে যেটিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, জানালেন মামলাকারীর আইনজীবী। অভিযুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও আছে , জানালেন মামলাকারীর আইনজীবী। 'রাজ্যকে ৪টি বিষয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে হলফনামা দিতে হবে , প্রথমত সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইনি অধিকার কার?' 'দ্বিতীয়ত সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা'। 'তৃতীয়ত কোন কোন প্রতিষ্ঠানে তাদের কাজে লাগানো হয়'। চতুর্থত, তাদের দৈনিক নাকি মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয় এবং সেই বেতনের বাজেট কোথা থেকে আসে, জানালেন প্রধান বিচারপতি। হাসপাতাল, পুলিশ স্টেশন এবং অপরাধের তদন্তের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে না বলেও হলফনামায় স্পষ্টভাবে উল্লেখের নির্দেশ।