RG Kar Update: 'কোনও লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি' I সরকার-সিনিয়র চিকিৎসকদের বৈঠকেও কাটল না জট
ABP Ananada Live: '১০ টির মধ্যে ৭টি দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, ২ দিনে আগে কী কী কাজ করা হয়েছে, সেটাও জানানো হয়েছে। বাকি ৩টি দাবি জানানো হয়েছে, টাইমলাইন চেয়েছিল, কোনও টাইমলাইন নয়, প্রশাসনিক সিদ্ধান্ত যখন হবে জানানো হবে', বললেন মুখ্যসচিব। আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে চলছে আন্দোলন। আজ স্বাস্থ্য ভবনে ১২ টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। কিন্তু বৈঠকের পরেও কাটল না জট। বৈঠক শেষে সিনিয়র চিকিৎসকরা জানান, 'এই বৈঠক হতাশাজনক।' অন্যদিকে মুখ্যসচিব জানান, 'আমাদের পক্ষে নির্দিষ্ট টাইমলাইন দেওয়া সম্ভব নয়, জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করছি অনশন তুলে নিতে।'
আরও খবর, ধর্ষণ খুনের পর সরকারের সমালোচনায় গ্রিভান্স রিড্রেসাল সেলের প্রধান। 'সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাল্লায় কলেজে কলেজে আর জি কর মডেল'। চিকিৎসকদের ১২টি সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকে বিস্ফোরক মন্তব্য সৌরভ দত্তর। সুদীপ্ত রায়কেও অপসারণের দাবি চিকিৎসকদের।