RG Kar Update: সুপ্রিম কোর্ট বলার পরেও কাজে যাঁরা যোগ দেননি, তাঁরা চিকৎসক হওয়ার যোগ্য নন: কল্যাণ
কলকাতা: আন্দোলনরত চিকিৎসকদের এবার হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের ডাক্তারি পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করলেন তিনি। কোন্নগরে যে চিকিৎসকদের জন্য রোগীর মৃত্যু হয়েছে তাঁদের হেফাজতে নিয়ে জেরা করারও দাবি করেন শ্রীরামপুরের সাংসদ।
বৃহস্পতিবার এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ যে ডাক্তাররা সুপ্রিম কোর্টে বলার পরেও কাজে যোগ করল না তাঁদের মানসিকতা খুব পরিষ্কার। তাঁরা তাঁদের ইগো, তাঁদের গোঁ নিয়ে চলছেন। তাঁরা বাংলার মানুষের সেবা করতে আসেননি। পরিষেবা দিতে আসেননি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যাঁরা একমাসের বেশি সময় ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেননি। তাঁদের ডাক্তার করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ। যে দুর্নীতি ধরা পড়েছে তার বিচার হবে। যেখানে যে দুর্নীতি করছে তার বিচার হবে। কিন্তু, তা বলে এই নয় ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানে ২১ ধারাকে লঙ্ঘিত করছে।"
![Birbhum News: বীরভূমে ফের ১৬ হাজার কেজি বিস্ফোরকের পর এবার ৩০০ কেজি বিস্ফোরকের হদিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/c4977228a234a061692a6313e5e149c21739429881860968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![North24Parganas:দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত,জম্মুর সাম্বা থেকে গ্রেফতার জলিল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/54cfa9eb39e046a6b2a23b0a53094a121739428885820968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: হবিবপুরে BSF-এর পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক বানচাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/cea02c64395b9e40673e3b768d584a371739427074878968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: নিউ ফারাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা গ্রেফতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/1d3ce91ca5884bbfc328e29eaf58397d1739425215114968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Accident News:বালিতে ভয়াবহ দুর্ঘটনা। GT রোডে ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিল সিমেন্ট মিক্সিং ডাম্পার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/e46fe677ab02433789b5a987e455d6711739424002857968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)