(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Update: 'অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন?' আরজি কর কাণ্ডে প্রশ্ন নিহত চিকিৎসকের বাবার
ABP Ananda Live: 'খাস টালা থানাতেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাটের ছক!' টালা থানার ওসি, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে জেরা করে বিস্ফোরক CBI । রহস্য লুকিয়ে থানার CC ফুটেজেই? ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় CBI। 'টালা থানাতেই তথ্য-প্রমাণে গরমিল করা হয়েছে'। 'মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয়েছে, বা বদল করা হয়েছে'। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড লেটারে দাবি CBI-এর। 'আমাদের কাছে এমন জাদুকাঠি নেই যে এখনই তদন্তের নিষ্পত্তি হবে'। 'হাতে এসেছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, খতিয়ে দেখা হচ্ছে'। 'ডিজিটাল তথ্য প্রমাণ থেকে আরও কিছু পাব বলে আশা করছি'। সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে কোর্টে সওয়াল সিবিআইয়ের। 'নতুন কোনও অভিযোগ আনতে পারেনি সিবিআই'। 'অন ডিউটি থেকে কাজ করেছি, সাক্ষী হিসেবে গিয়ে গ্রেফতার হয়েছি'। শিয়ালদা কোর্টে জামিনের আবেদন করে পাল্টা দাবি ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের। 'প্রতিষ্ঠানের প্রধান হিসেবে টালা থানার ওসিকে ফোনে জানানো আমার কাজ'। 'কিন্তু যে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন, ষড়যন্ত্রের কিছু পায়নি সিবিআই'। শিয়ালদা কোর্টে সওয়াল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। অভিযুক্তদের জেল হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের ।