Durga Puja 2025: আজ মহাষ্টমী, এন্টালির ১৪ পল্লি উদয়ন সঙ্ঘে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত
ABP Ananda Live: এন্টালির ১৪ পল্লি উদয়ন সঙ্ঘে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ মহাষ্টমী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো। বেলুড় মঠেও কুমারীপুজোর আয়োজন। এরপর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন।দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ শুধু তো ঠাকুর দেখা নয় সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া।
আরও পড়ুন...
দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি মণ্ডপে সৌমিত্র খাঁ
সপ্তমীর রাতে দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরী দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মন্ডপে সপরিবারে হাজির সৌমিত্র খাঁ। রাজনৈতিক বিতর্ক নয় প্রতিক্রিয়া বিজেপি সাংসদের। পাল্টা সৌজন্য তৃণমূলেরও



















