Samik Bhattacharya : 'মরছে তৃণমূল, মারছে তৃণমূল', সাঁইথিয়ার ঘটনায় কটাক্ষ শমীকের। TMC News
ABP Ananda LIVE : ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া, চলল গুলি। বীরভূমে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। নিহত সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তা থেকে দেহ উদ্ধার হয়। দেহের পাশে দাঁড় করানো ছিল বাইক। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় ২ মহিলা-সহ আটক ৩ জন। ভোটের সময় স্বামী-ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, দাবি নিহতের স্ত্রীর। 'মরছে তৃণমূল, মারছে তৃণমূল', কটাক্ষ শমীকের
Joka IIM News: এবার IIM জোকার ক্যাম্পাস, একমাসের মধ্যে ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ
কসবার আইন কলেজের পর এবার IIM জোকার ক্যাম্পাস। একমাসের মধ্যে ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ উঠল। তরুণী মনোবিদকে হস্টেলে নিজের রুমে নিয়ে গিয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, তাঁকে ভিজিটর্স বুকে সই করতেও দেওয়া হয়নি। কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? ফের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।


















