Saugata Roy: 'রাত ১১টায় অফিসে রেড! গোয়ায় কেন বারবার আমরা টার্গেট? নির্বাচন কমিশনকে প্রশ্ন সৌগতর|Bangla News
গোয়ায় তৃণমূল (TMC) নেতাদের প্রচারে বাধা ও হেনস্থার অভিযোগ। নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। পানাজিতে তৃণমূলের দফতরে হোর্ডিং খুলে ফেলার অভিযোগ। তৃণমূল নেতাদের প্রচারের সময় নিরাপত্তার দাবি। অভিযোগ খতিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস নির্বাচন কমিশনের।
এ বিষয় সৌগত রায় (Saugata Roy) বলেন, গত ২১ তারিখ নির্বাচন কমিশনের একটি দল গোয়ার পানাজিতে আমাদের অফিসে রাত ১১টার সময় রেড করেছিল। তখন আমাদের অফিসে বিশেষ কেউ ছিল না। সেই সময় তাঁরা আমাদের অফিসের সামনে লাগানো হোর্ডিং জোর করে নামিয়ে দেয়। এছাড়াও তারা আমাদের অফিসকর্মীদের আটকে রাখে। আমাদের কেন টার্গেট করা হচ্ছে এটা আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছি।



















