Siliguri News: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি, জল কিনতে দোকানে দোকানে লম্বা লাইন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি। পানীয় জল কিনতে দোকানে দোকানে লম্বা লাইন পড়ছে। এতদিন পানীয় জল হিসেবে মহানন্দার জল সরবরাহ করত শিলিগুড়ি পুরসভা। বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে সেই জল না খেতে অনুরোধ করেন। অভিযোগ, মহানন্দার জল জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য নির্দেশ দেয় শিলিগুড়ি পুরসভা। তারপর থেকেই দোকানে দোকানে জল কেনার লাইন পড়ছে। পুরসভার তরফ থেকেও বিভিন্ন এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ, মহানন্দার জল জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য নির্দেশ দেয় শিলিগুড়ি পুরসভা এতদিন পানীয় জল হিসেবে মহানন্দার জল সরবরাহ করত শিলিগুড়ি পুরসভা। বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে সেই জল না খেতে অনুরোধ করেন।