SIR News:বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুমকি হাড়োয়ার তৃণমূল নেতার
ABP Ananda LIVE: SIR সংঘাতে এবার উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুমকি! বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুমকি । বিজেপিকে হুমকি হাড়োয়ার তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার ।'বৈধ ভোটার বাদ গেলে, বিজেপি মস্তানি করলে পেটাব' । সিধা করে নয়, উল্টো করে গাছে ঝুলিয়ে পেটাব' । ভারতীয় নাগরিককে রোহিঙ্গা তকমা দিলে ছেড়ে কথা বলব না' হুঙ্কার হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার
'হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট'- এর সফল উৎক্ষেপণ ইসরোর, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ISRO। নতুন স্যাটেলাইটের নাম CMS-03 বা 'বাহুবলী'। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই স্যটেলাইটের। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একের পর এক সাফল্যের তালিকায় জুড়ল আরও একটি নাম। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যটেলাইট CMS-03, যার নাম বাহুবলী দেওয়া হয়েছে, সেটি লঞ্চ করা হয়েছে LVM3-M5 রকেটের সাহায্যে। রবিবার ২ নভেম্বর বিকেল ৫টা ২৬ মিনিটে শ্রীহরকোটা থেকে সফল উৎক্ষেপণ হয়েছে। ভারতের মাটি থেকে ইসরোর এই ভারী স্যাটেলাইট লঞ্চের সাফল্য বুঝিয়ে দিচ্ছে যে ভারী জিনিস সফল ভাবে উৎক্ষেপণের দিকে আরও একধাপ অগ্রসর হয়েছে আমাদের দেশ। স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম

















