(Source: Poll of Polls)
SIR News: বাংলায় SIR-এর প্রস্তুতির মধ্যেই আজ দিল্লিতে বৈঠক, দিল্লি গেলেন রাজ্যের CEO মনোজ আগরওয়াল
ABP Ananda live: বাংলায় এসআইআর-এর প্রস্তুতির মধ্যেই আজ দিল্লিতে বৈঠক। আজ ও কাল সিইওদের সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। দিল্লি গেলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল।
আরও খবর...
কালীপুজোর রাত। বাড়ির মধ্য়ে চলছে পুজো। আমন্ত্রিত পরিবারের সদস্য ও পরিচিতরা। তাদের ভিড়েই 'বিশেষ বন্ধু' রূপে লুকিয়ে ছিল চোর। টের পাওয়া গেল পুজো শেষের আধ ঘণ্টার মধ্য়েই। ততক্ষণে অবশ্য প্রতিমার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে ওই 'বিশেষ বন্ধু'। কালীপুজোর রাতে চাঞ্চল্যকর কাণ্ড পূর্ব বর্ধমানের মেমারির দলুইবাজারে। ওই বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের সদস্য দেবযানী বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "পুজো তখন আধ ঘণ্টা হয়েছে। হঠাৎ দেখি মায়ের গায়ের কয়েকটি গয়না নেই। গয়নার পরিমাণ প্রায় ১০ ভরি। তারও বেশি হয়তো বেশি হবে। আমরা তখন পুলিশের খবর দিই। একজনকে সন্দেহও করি।"রসুলপুরের দলুইবাজারের বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর বয়স আড়াইশো বছর। বনেদিবাড়ির এই পুজোতে হাজির হন ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা। তেমনই পরিবারের এক সদস্যের বিশেষ বন্ধু রূপে পুজো দেখতে হাজির হয়েছিলেন দেবজ্য়োতি চৌধুরী।






















