Soham Chakraborty Controversy: সোহমের মস্তানি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন রেস্তোরাঁ মালিকের
ABP Ananda Live: নিউটাউনের (Newtown) সোহমের (Soham Chakraborty) মস্তানি, পুলিশের ভূমিকায় প্রশ্ন রেস্তোরাঁ মালিকের ।'আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল'। 'আমার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, এখনও জানতেই পারলাম না'। পুলিশ আমার সঙ্গে কথাই বলেনি, দাবি রেস্তোরাঁ মালিকের। শুক্রবার রাতে নিউটাউনের রেস্তোরাঁয় মস্তানি তৃণমূল বিধায়কের। রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন সোহম। পাল্টা রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেতা-বিধায়ক। দু'পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে।
নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের মস্তানি, নিন্দায় দেব। সোহম আমার বন্ধু হলেও এমন আচরণ সমর্থন করি না, মন্তব্য দেবের।
'নিউটাউনে সোহমের মস্তানি, আক্রান্তের জেলে ঢোকাই নিয়ম', যে আক্রান্ত, তার বিরুদ্ধেই মামলা: সুকান্ত মজুমদার।