TMC News: যাদবপুর থেকে পাটুলি, নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পতাকায় ছয়লাপ
ABP Ananda Live: যাদবপুর, বাঘাযতীন, গাঙ্গুলিবাগান... পাটুলি...দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় দেখা গেল, 'অধিনায়ক অভিষেক' লেখা পোস্টার। তৃণমূল সমর্থকদের সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম, FAM-এর তরফে লাগানো হয়েছে এই পোস্টার। ২৬-এর ভোটের আগে, রণকৌশল ঠিক করতে, ২৩ মার্চ বৈঠকের ডাক দিয়েছে তৃণমূল সমর্থকদের এই সংগঠন। এ প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য়, আমরা যাঁরা এই প্রজন্মের, তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যরকমভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। সেই জায়গা থেকে 'অধিনায়ক অভিষেক'। এদিকে, তৃণমূলে বিভাজনের জল্পনা উস্কে দিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। সুকান্ত মজুমদারের টিপ্পনি, একটা তৃণমূল-কংগ্রেস V, মানে ভাইপো। আরেকটা তৃণমূল-কংগ্রেস P, মানে পিসি। কটাক্ষ করে অধীর চৌধুরী বলছেন, তৃণমূল তুমি কার? মমতা ব্যানার্জির নাকি তুমি খোকাবাবুর?


















