Speed News:অভিষেক-পত্নীর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি পাতিয়ালা কোর্টের।Bangla News
আদালতের নির্দেশে কাশীপুরে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত হয় কমান্ড হাসপাতালেই। ময়নাতদন্তের জন্য আরজিকর থেকে কম্যান্ড হাসপাতালে নির্দিষ্ট সময়ে নিয়ে যাওয়া হয় দেহ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। সিবিআই চাই, ন্যায় বিচার চাই। সংবাদমাধ্যমকে জানালেন মৃতের মা।
'কমান্ড হাসপাতালে কী করে বলবে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে 'খুন'। কম্যান্ড হাসপাতাল তো কেন্দ্র সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর সেখানে কাজ করা ব্যক্তি কীভাবে বিপক্ষে লিখবে? লিখলে তার চাকরিটা আদৌ থাকবে? কী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে খুন বলে যেতে পারেন? মহামান্য আদালত দৃষ্টি আকর্ষণ করুন।' প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। খবর সূত্রের। ইডি সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিষেক-পত্নীর নামে। ২০ অগাস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না অভিষেক-পত্নী। আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তাঁরা, সেই মামলা শুনানি এখনও হয়নি। পাল্টা ইডির তরফে বলা হয়, আবেদন করা হলেও তা সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। দু’ পক্ষের সওয়াল শোনার পর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। খবর সূত্রের।