SSC Case : কসবায় চাকরিহারা শিক্ষকদের লাথি, ঘুষি, গলাধাক্কা ! জুটল পুলিশের লাঠি। কী বললেন সায়নী ?
ABP Ananda LIVE : চাকরি বাতিল ইস্যুতে গতকাল জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এরপরই শুরু হয় লাঠিচার্জ। লাথি, ঘুষি, গলাধাক্কা - বাদ যায়নি কিছুই। ডিআই অফিসে এ সে জুটল পুলিশের লাঠি। পুলিশের লাঠির আঘাতে, আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরিহারা। 'সাবধানে হ্যান্ডেল করতে হবে', বললেন সায়নী ঘোষ।
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস স্বেচ্ছাসেবী সংস্থার !
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস। 'আত্মদীপ' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নোটিস পাঠানো হয়েছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে নোটিস পাঠিয়েছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে তাতে। চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে অগ্রাহ্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে নোটিসে। তাতে বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিভ্রান্তি দূর করতে হবে মুখ্যমন্ত্রীকে। নাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে আদালতে যাওয়া হবে। যদিও, 'মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন। বিচারপতিদের সম্মান দেন। কিন্তু কোনো রায়ে ন্যায়বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে, সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন', বলে পাল্টা পোস্ট করেন কুণাল ঘোষ।


















