SSC Case: 'পরোক্ষভাবে দুর্নীতিকে সমর্থন করছে রাজ্য', মন্তব্য চাকরিহারাদের
ABP Ananda LIVE: ABP Ananda LIVE: চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসাতে মরিয়া চেষ্টা। ধোপে টিকল না রাজ্য ও কমিশনের সওয়াল। নতুন নিয়োগে ঘিরে ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা । নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা' । সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে বহাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় । 'দাগিদের' পাশে, সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও সরকারের ধাক্কা সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল, সেই নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, এখন যে আবদন পত্র দাখিল করা হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়ায়, চিহ্নিত অযোগ্য রয়েছেন, তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। এই নির্দেশই আজ ডিভিশন বেঞ্চের তরফেও দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, এই চিহ্নিত অযোগ্যরা, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং চিহ্নিত অযোগ্য তাঁরা যদি ইথিমধ্যেই, আবেদন পত্র দাখিল করে থাকেন বা বাতিল বলে গণ্য হবে। সেই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকেও বহাল রাখা হয়েছে। এই নির্দেশের পূর্ণাঙ্গ কপি এখনও হাতে আসেনি। সেটা হাতে আসলে, এর পিছনে কী যুক্তি রয়েছে, মাননীয় বিচারপতিরা সেখানে কী যুক্তি দেখিয়েছেন, সেটা স্পষ্ট হবে।



















