SSC Case: সুপ্রিম কোর্টের রায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী : বিকাশরঞ্জন ভট্টাচার্য
ABP Ananda LIVE: কারা দাগি? সন্ধে ৭টা পার, কখন তালিকা প্রকাশ SSC-র? সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই দাগিদের তালিকা আপলোড করবে SSC। দফতরেই রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কিছুক্ষণের মধ্যেই তালিকা প্রকাশ, SSC সূত্রে খবর । ১ হাজার ৯০০জন দাগির তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন: সূত্র । আজ 'দাগি' তালিকা প্রকাশ করছে SSC। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই তালিকা আপলোড করতে চলেছে SSC। ২টি নিয়োগপ্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন যোগ্যরা, জানায় সুপ্রিম কোর্ট। কোনও দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন, নির্দেশ সুপ্রিম কোর্টের । 'যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন'। 'তাঁরা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন'। 'নবম-দশম এবং একাদশ দ্বাদশ দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন'। কতজন 'দাগি' রয়েছেন? জানতে চান সুপ্রিম কোর্টের বিচারপতি। CBI ১ হাজার ৯০০ জন ‘দাগি’ র তালিকা দিয়েছে, জানান SSC-র আইনজীবী । 'দাগি'রা যাতে পরীক্ষায় কোনওভাবেই বসতে না পারে তা নিয়ে SSC-কে সতর্ক সুপ্রিম কোর্টের। এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫২ জন। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় উল্লেখ, SSC-র রিপোর্টে বলা হয়, নবম-দশম ও একাদশ-দ্বাদশে মোট নিয়োগের সুপারিশের সংখ্য়া ছিল ১৭ হাজার ২০৬। আজ ‘দাগি’দের তালিকা প্রকাশের পর কী হয়, সেটাই এখন দেখার।




















