SSC News: SSC-র নতুন পরীক্ষা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট
ABP Ananda LIVE : SSC-র নতুন পরীক্ষা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে'র বিজ্ঞপ্তি। ফলে, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে SSC-র কোনও অসুবিধা থাকল না।
Weather Update: সকাল থেকে রোদঝলমলে আকাশ, বৃষ্টি কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছেই
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডের দিকে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এখন শুধুই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমায় আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় বইতে পারে দমকা বাতাস। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির দাপট কমলেও গরম কিন্তু কমছে না। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
টানা কয়েকদিনের বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে কিছু রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। বুধবার থেকেই কমেছে বৃষ্টি। তবে বৃষ্টি কমলেও সমুদ্র এখনও উত্তাল রয়েছে। আর তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সুন্দরবনের সমস্ত উপকূল থানার পক্ষ থেকে চলেছে মাইকে প্রচার। জেলা প্রশাসনের পাশাপাশি মহকুমা ও ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। বেহাল বাঁধগুলির ওপর নজর রাখতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের।



















