SSC News : এসএসসি গ্রুপ সি মামলায় ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু
ABP Ananda LIVE: এসএসসি গ্রুপ সি মামলায় ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বনশল, পর্ণা বসু, সমরজিৎ আচার্য সহ ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশে ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু।
Mamata Banerjee: দেশভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন, আমরা নয়, তোমাদের প্রপিতামহরা বাংলাদেশ তৈরি করে: মমতা
ভোট এলেই NRC, ভোটার তালিকায় নাম কাটতে হবে। নির্বাচন কমিশন দয়া করে বিজেপি-র ললিপপ হবেন না। তাহেল দেশের মানুষ ক্ষমা করবেন না। বলছে বাংলায় নাকি বাংলাদেশীরা থাকেন। দেশভাগের পর আপনারা কী করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন, পঞ্জাবকে ভাগ করেছিলেন। আন্দামানের সেলুলার জেলে চলে যান। ওখানে দেখবেন ৯০ শতাংশ উপর বাঙালি ছিলেন। ১০ শতাংশ ছিল পাঞ্জাবি। বাংলাকে শায়েস্তা করতে পারবে না জেনেই বাংলাকে ভাগ করে। পাঞ্জাবকেও ভাগ করেছিল। কই সেকথা তো বলো না। বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। তোমরা করেছো! তোমাদের প্রপিতামহরা করেছে। এখন বাংলাকে দেখে লুচির মতো ফোলে: মমতা।

















