SSC News: 'যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কী পাবে?' হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
ABP Ananda LIVE: হাইকোর্টে গ্রুপ সি, গ্রুপ ডি ভাতা মামলার শুনানি শেষ । রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা । শুনানিতে বিচারপতির পর পর প্রশ্নের মুখে রাজ্য । কীসের ভিত্তিতে ২০ ও ২৫ হাজার টাকার অঙ্ক নির্ধারণ, রাজ্যকে প্রশ্ন বিচারপতির । 'কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন?'। 'অতীতে কোন কোন ঘটনায় এমন আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল?' । যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কী পাবে?' । 'তাঁরা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন?' । রাজ্যকে প্রশ্নবাণ বিচারপতি অমৃতা সিন্হার । 'পুজো বা অন্যান্য ঘটনায় একাধিকবার ভাতা দেওয়া হয়েছে' । বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়, জানাল রাজ্য । সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এঁরা টাকা পেতে থাকবেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতির

















