SSC News : মহানগরে মহামিছিলের পরে SSC ভবন অভিযান করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা
ABP Ananda LIVE : মহানগরে মহামিছিলের পরে এবার SSC ভবন অভিযান করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সকুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ উগরে দিলেন। যে OMR নিয়ে এত বিতর্ক, এদিন চাকরিহারাদের অনেকেই নিয়েই OMR নিয়েও হাজির হন মিছিলে। অন্যদিকে, চাকরিহারাদের এই মিছিলে আজ সামিল হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অভয়া মঞ্চের প্রতিনিধিরা। অন্যদিকে কমিশনের অফিসের ঠিক পাশেই অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ।
Kasba Incident : বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে
বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। গত বুধবার কসবা DI অফিসে গন্ডগোলের সময় এক চাকরিপ্রার্থীকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। পুলিশ সূত্রে খবর, কসবার DI-এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাঁকে IO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে DI অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।



















