SSC News: এখনও বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা, আন্দোলনে যোগ দিল দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকারা
ABP Ananda Live: দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি গেছে। প্রাথমিকে আরও ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের খাঁড়া ঝুলছে। নতুন কোনও নিয়োগ নেই। এমনকী শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগে স্থগিতাদেশও প্রত্যাহার করেনি আদালত। বিরোধীদের অভিযোগ, এই অবস্থায় ক্রমশ চাপ পড়ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর। এরইমধ্যে এদিন ১৪ দিনে পড়ল বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। এদিন আন্দোলনে যোগ দেন দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকারাও।
ইউসুফ পাঠান আউট, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ইন। বিশ্ববজুড়ে সন্ত্রাসবাদ-বিরোধী প্রচারের জন্য়, যে টিম তৈরি করা হয়েছিল, তাতে ইউসুফ পাঠানের নামে শুরুতেই আপত্তি তুলেছিল তৃণমূল শীর্ষনেতৃত্ব। গতকালই এ নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, তারপরই কিরেণ রিজিজু ফোন করেন তৃণমূলনেত্রীকে। সূত্রের দাবি, তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম প্রস্তাব করেন। তারপরই জানা গেল, সর্বদলীয় টিমে তৃণমূলের প্রতিনিধি হিসেবে থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর এ প্রসঙ্গেই বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলছেন, মোদি ছাড়া গতি নেই, এটা তো বুঝতেই পারছেন মমতা ব্য়ানার্জি ও অভিষেক ব্য়ানার্জি। এই টিমে যাক, বিদেশ ভ্রমণ করুক, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কেস চলছে, সেটা থেকে বাঁচবে না। সে যতই ওঁর নাম প্রস্তাব করুক। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না।

















