SSC News:SSC-র নতুন পরীক্ষা বিধি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা
ABP Ananda LIVE : SSC-র নতুন পরীক্ষা বিধি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ। সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা। 'অভিজ্ঞতার জন্য কেন ১০ নম্বর দেবে স্কুল সার্ভিস কমিশন?' 'নিয়োগে দুর্নীতি, তাও অভিজ্ঞতার জন্য কেন ১০ নম্বর?' প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে মামলা ২০১৬০-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের
বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। তার আগেই দিনহাটায় অনুপ্রবেশ সংক্রান্ত নোটিস নিয়ে তৈরি হল চাঞ্চল্য। দিনহাটার বাসিন্দার দাবি, জন্ম থেকেই তিনি কোচবিহারে থাকেন। অথচ, অসম সরকারের তরফে পাঠানো নথিতে অভিযোগ করা হয়েছে, ১৯৭১ সালে ২৪ মার্চের পরে কোনও বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়েছেন তিনি। আর এই নোটিস পেয়েই কার্যত চিন্তায় পড়েছেন দিনহাটার বাসিন্দা।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। একদিকে জমা জলে ভোগান্তি। সুযোগ বুঝে চড়া ভাড়া হাঁকছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। মহম্মদ আলি পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত ১২-১৫ মিনিটের পথ যেতে ছোট গাড়ির ভাড়া লাগছে প্রায় সাড়ে ৪০০ টাকা। আড়াই কিলোমিটার দূরত্বে বড় গাড়ির ভাড়া ৫০০ টাকার বেশি।





















