SSC News: পুলিশের লাঠি-লাথি, রাজপথে প্রতিবাদের ঢেউ, সামিল নাগরিক সমাজও
ABP Ananda Live: পুলিশের লাঠি-লাথি, রাজপথে প্রতিবাদের ঢেউ। পুলিশের মার খেয়েও চাকরি ফেরত চেয়ে ফের পথে শিক্ষকরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। সামিল নাগরিক সমাজও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস। আত্মদীপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার নোটিস। ওই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে নোটিস পাঠিয়েছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে নোটিসে। চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে অগ্রাহ্য করেছেন বলে অভিযোগ নোটিসে। নোটিস বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিভ্রান্তি দূর করতে হবে মুখ্যমন্ত্রীকে। নাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে আদালতে যাওয়া হবে, জানিয়েছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। 'মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখেন'। রায় পুনর্বিবেচনার কথা বলা আদালত অবমাননা নয়, পাল্টা পোস্ট কুণাল ঘোষের।
ঠাকুরপুকুরকাণ্ডে পরিচালকের গাড়িতে থাকা বাকি যাত্রীদের নিয়ে প্রশ্ন পুলিশের
ঠাকুরপুকুরকাণ্ডে পরিচালকের গাড়িতে থাকা বাকি যাত্রীদের নিয়ে প্রশ্ন পুলিশের। 'পরিচালক মত্ত জেনেও, কেন গাড়িতে উঠলেন বাকিরা?' গাড়িতে থাকা বাকিরাও অভিযুক্ত হতে পারেন, সওয়াল সরকারি আইনজীবীর। কারা কারা গাড়িতে ছিলেন? পরিচালকের বয়ানে একাধিক অসঙ্গতি, সওয়াল সরকারি আইনজীবীর। 'বাস দুর্ঘটনায় চালক গ্রেফতার হলে যাত্রীদেরও কি গ্রেফতার করা হয়?' পাল্টা প্রশ্ন ধৃত পরিচালক সিদ্ধান্ত দাসের আইনজীবীর।



















