SSC News: চাকরিহারাদের উপর লাথি-লাঠি, প্রতিবাদ রবীন্দ্রভারতীতে
ABP Ananda Live: চাকরিহারাদের উপর লাথি-লাঠি, কালো ব্যাজ পরে প্রতিবাদ রবীন্দ্রভারতীতে। চাকরি-দুর্নীতির প্রতিবাদে সল্টলেকে তুমুল বিক্ষোভ চাকরিহারাদের। তাদের সংহতি জানাতেই প্রতিবাদ রবীন্দ্রভারতীতে।
শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে, এটা প্রত্যাশিত ছিল না: CP। শিক্ষকদের হাতেই আক্রান্ত পুলিশ, দাবি পুলিশ কমিশনারের। 'পুলিশের উপর হামলা হলে কোন পুলিশ অ্যাকশন নেবে না?' হামলাকারী SI-র পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই নিশানা পুলিশের!
'তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা'। 'শেষমুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ'। তালা ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের, ভিডিও দেখিয়ে দাবি লালবাজারের। 'ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ'। কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের হাতে ১৩জন পুলিশকর্মী আহত: লালবাজার। বিক্ষোভকারীদের ব্যারিকেড ভাঙার চেষ্টার ছবি দেখিয়ে দাবি পুলিশের।



















