SSC News: অযোগ্যদের সুযোগ নয়, গতকাল হাইকোর্টের নির্দেশের পর আজ নবান্ন অভিযান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। নবান্নের চারপাশে কড়া নিরাপত্তা, মোতায়েন প্রচুর পুলিশ। হাওড়া ময়দান এলাকায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেড। পরীক্ষায় চিহ্নিত অযোগ্যদের সুযোগ নয়, গতকাল হাইকোর্টের নির্দেশের পর আজ নবান্ন অভিযান।
দিনহাটার বাসিন্দাকে অসম সরকারের নোটিস, ক্ষোভপ্রকাশ করে পোস্ট মুখ্যমন্ত্রীর। 'দিনহাটার বাসিন্দাকে NRC-র নোটিস দিয়েছে অসমের ফরেনার্স ট্রাইবুনাল'। 'দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে NRC-র নোটিস'। 'গত ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী'।। 'বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করা হচ্ছে'। গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে NRC চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে'।
'প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানোর চেষ্টা'। 'ভোটাধিকার কেড়ে নেওয়ার পূর্ব পরিকল্পিত চক্রান্ত'। 'এই অসাংবিধানিক আগ্রাসন বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে'। 'বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি'। 'এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়া জরুরি'। 'বিজেপির দমনপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি'।




















