SSC : আন্দোলনের লক্ষ্মণরেখা ছাড়িয়েছেন? মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা কী বললেন চাকরিহারা শিক্ষকেরা ?
ABP Ananda LIVE : লাঠি চালাল পুলিশ, গ্রেফতারির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীদের থানায় হাজিরার নোটিসও পাঠাল পুলিশ। এই পরিস্থিতিতে আজ এসএসসির চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের লক্ষ্মণরেখা মনে করালেন মুখ্য়মন্ত্রী। পুলিশের লাঠিপেটা, নোটিস খাওয়া শিক্ষকদেরই এক্তিয়ার মনে করালেন মুখ্যমন্ত্রী। বললেন, 'আমি আন্দোলনের বিপক্ষে নই। কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণরেখা আছে।' পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অতীতের বিধানসভা ভাঙচুরের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধীরা। বিকাশ ভবনে আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর লক্ষ্মণরেখা, পাল্টা জবাব চাকরিহারা শিক্ষকদের। এদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সুর শোনা গেল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলাতেও। বললেন, 'আন্দোলন করাটা সবার অধিকার, কিন্তু ধ্বংসাত্মক আন্দোলন নয়। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনও উগ্র হয় না। আন্দোলন কখনও হিংস্র হয় না। এরইমধ্য়ে চাকরিহারারা বলছেন - এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে ধ্বংসের আর কী হতে পারে? এটা কি ধ্বংসাত্মক নয়?


















