SSC Scam: 'আপনারা চাকরি চুরি করলেন কেন?' মমতাকে বেলাগাম আক্রমণে অভিজিৎ
ABP Ananda Live: 'তাঁকে বলেছিলাম, রাজনীতির উর্দ্ধে উঠে কাজ করুন, তিনি শুনলেন না। আপনারা চাকরি চুরি করলেন কেন ? পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছেন আপনারা'। মমতাকে বেলাগাম আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে!
রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অর্জুনের অনুগামীদের। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শোরগোল। অশান্তি পাকানোর অভিযোগে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ জানালেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র, হিন্দুদেরও বন্ধু, তাই সে দেশের পতাকা নেওয়ায় দোষ দেখছেন না অর্জুন সিং। যদিও রামনবমীর মিছিলে কেন ইজরায়েলের পতাকা, তা নিয়ে প্রশ্ন উঠছে।



















