Murshidabad News: অসম, মণিপুরের প্রসঙ্গ টেনে জাতীয় মহিলা কমিশনকে জবাব রাজ্য মহিলা কমিশনের
ABP Ananda LIVE: মুর্শিদাবাদকাণ্ডে রাজ্য মহিলা কমিশনের ভূমিকায় প্রশ্ন জাতীয় মহিলা কমিশনের । 'সন্ত্রাস থেকে রেহাই পাননি মহিলারাও, । নিরাপত্তায় ব্যর্থ রাজ্য' । 'রাজ্য সরকার কি আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়িয়েছে?' । কতজন তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছেন?' । 'মহিলাদের সুরক্ষা ও সম্মানের জন্য কী পদক্ষেপ করা হয়েছে?' । 'এই ভয়ের পরিবেশ দূর করা সরকারের দায়িত্ব' । 'পশ্চিমবঙ্গের মহিলা কমিশনকে বলছি, মহিলাদের পাশে দাঁড়ান' । পাল্টা জবাব রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের । অসম, মণিপুরের প্রসঙ্গ টেনে জবাব রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের
জাতীয় মহিলা কমিশন মানে বিজেপি মহিলা মোর্চা, পাল্টা আক্রমণ তৃণমূলের
আরও খবর...
জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও ১ জনকে। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ৪। এর মধ্য়ে ৩ জন ভিন জেলা থেকে গ্রেফতার হলেও, প্রত্যেকেই মুর্শিদাবাদের পুরনো বাসিন্দা। এদিকে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করল নিহতদের পরিবার।
মুর্শিদাবাদকাণ্ডে নাটক করছে তৃণমূল-বিজেপি। স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। মমতার দয়ায় বাংলায় আরএসএস, আক্রমণ বামেদের। বিচারবিভাগীয় তদন্তের দাবি।
ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল। একযোগে আইএসএফ, বিজেপিকে নিশানা সওকত-সায়নীর। পাল্টা আক্রমণ নৌশাদ-শমীকের।



















