RG Kar : RG Kar-র আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি CBI-কে হস্তান্তর করল রাজ্য সরকারের SIT
ABP Ananda Live: আর জি কর মেডিক্য়াল কলেজে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও CBI-কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে শনিবার আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি CBI-কে হস্তান্তর করল রাজ্য সরকারের SIT.
চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার পর আর জি কর মেডিক্য়াল কলেজে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও CBI-কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইমতো আদালতের নির্দেশ মেনে শনিবার আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি CBI-এর কাছে হস্তান্তর করল রাজ্য সরকারের SIT. চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যেই, আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে SIT গঠন করে রাজ্য সরকার।
১৯ অগাস্ট এই খবর প্রকাশ্যে আসে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার, ইডির হাতে দেওয়ার আবেদন করে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যাল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি...