Sukanta Majumdar: 'ওখানে বিজেপির ক্ষমতা নেই ওদের মারবে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
ABP Ananda Live: 'ওখানে বিজেপির ক্ষমতা নেই ওদের মারবে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত । বিজেপিকে মেরে কোচবিহারে কিছু রাখেনি, বললেন সুকান্ত মজুমদার।
২ বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আর্জি শান্তনুর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার, সোমবার শুনানি। 'আমাকে সিদ্ধান্ত জানানো হয়নি, সংবাদমাধ্যমে জেনেছি রেজিস্ট্রেশন বাতিল'। 'বৈঠকে ডাকা হয়, আমার জবাব বিবেচনাতেই আনা হয়নি'। '২০১৯-এ গ্লাসগো থেকে পাওয়া সাম্মানিক স্বীকৃতি বিবেচনায় আনা হয়নি'। অভিযোগ তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অভিযোগ। গতকালই ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের।
কালীগঞ্জের মোলান্ডিতে নাবালিকাকে খুনের অভিযোগে আরও ১ জন গ্রেফতার । ধৃতের নাম আবুল কাসেম শেখ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০ জন। ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু বালিকার। ২৪ জনের নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার, এখনও অধরা ১৪।


















