Panchayat Election 2023: 'আমরা চাই চোরমুক্ত, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত', বললেন সুকান্ত
'আমরা চাই চোরমুক্ত, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত', 'কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি স্বচ্ছ ভাবে প্রণয়ন করা হবে', 'বাংলার ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করেন', 'তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিজেপি, খোলা হবে হেল্প ডেস্ক', 'বিজেপির দখল করা জেলা পরিষদে কৃষির উন্নয়নে পর্ষদ খোলা হবে', 'বিজেপির ইস্তেহারের উপর ভরসা করেই মানুষ ভোট দেবেন', 'নির্বাচন কমিশন যেভাবে ভোট পরিচালনা করছে, তা যথেষ্ট সন্দেহজনক', '৩ দিনের ট্রেনিংয়ে সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করার চেষ্টা হচ্ছে','এই নির্বাচন কমিশনের দ্বারা স্বচ্ছ ভোট সম্ভব নয়', '২০১৯-এর ফলাফল দেখে ভয়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দিয়েছে তৃণমূল', 'কিন্তু ভোটলুঠের সবরকম পরিকল্পনা করে রেখেছে শাসকদল', 'বিজেপি যেখানে শক্তিশালী সেখানে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে', 'ভোট লুঠের জন্যই বুথে কেন্দ্রীয় বাহিনী রাখতে চাইছে না কমিশন',বললেন সুকান্ত।