Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী হিন্দুদের ব্যঙ্গ করেছিলেন..', আক্রমণ শুভেন্দু অধিকারীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: '২০২৩ সালে রামনবমীর মিছিলে হামলা হয়, রিষড়া, শিবপুর, ডালখোলাতে হামলা' । 'এই ঘটনায় আমার দায়ের করা মামলায় এনআইএ তদন্ত হয়' । 'উস্কানি আসে রাজ্যের শাসক দল, পুলিশ ও মুখ্যমন্ত্রীর দিক থেকে' 'মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি' । যোগেশচন্দ্র, হরিণঘাটায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে' । 'দোলপূর্ণিমায় সাঁইথিয়ায় ইন্টারনেট সার্ভিস বন্ধ করা হয়েছে' । 'প্রোটোকল মেনে গতবারের অনুমতির কাগজ পুলিশকে দেবেন, রামনবমী কমিটির কাছে আবেদন ।, 'নতুন করে পুলিশের দেওয়া কিছু ফিল আপ করবেন না' । 'মহাকুম্ভে ৬৬ কোটি মানুষ স্নান করেছেন'। 'সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন' । 'এবার মিছিলের সংখ্যা এতটাই হবে । গোটা রাজ্যের পুলিশ-সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগিয়েও আটকাতে পারবেন না' । 'প্রত্যেকে রাস্তায় থাকব, রামনবমীর মিছিলে সামিল হব' । 'হাওড়ায় শ্যামপুরে ৭ এপ্রিল মিছিল করব, ক্ষমতা থাকে আটকান'। 'যাঁরা হিন্দুদের পাশে, তাঁরাই চেয়ারে', মন্তব্য শুভেন্দু অধিকারীর



















