Suvendu On Anubrata: গোটা নারী সমাজকে অপমান করেছেন, গ্রেফতার করা হোক অনুব্রতকে..: শুভেন্দু
ABP Ananda Live: অনুব্রতর গড়ে নারী সম্মান যাত্রা শুভেন্দু অধিকারীর।আইসি-কে কদর্য ভাষায় হুমকির অভিযোগ, সিউড়িতে নারী সম্মান যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'গোটা নারী সমাজকে অপমান করেছেন অনুব্রত মণ্ডল', সিউড়িতে দাঁড়িয়ে মন্তব্য বিরোধী দলনেতার।
বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের
বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের। মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ বিজেপির সব বিধায়কের বক্তব্য। বিলে আলোচনায় অংশ নেওয়া সব বিধায়কের বক্তব্যের সবটাই বাদ, জানালেন অধ্যক্ষ। বিধানসভায় ২ দিন ধরে চলছে সেলস ট্যাক্স সংশোধনী বিলের উপর আলোচনা। গতকাল শঙ্কর ঘোষ দাবি করেন, বিল পড়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি
শঙ্কর জানিয়ে দেন, তাঁরা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। আজ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দিতে ওঠামাত্র বিজেপি বিধায়করা বেরিয়ে যান । এটা অত্যন্ত অপমানজনক, এর একটা বিহিত হওয়া দরকার, মন্তব্য মন্ত্রী চন্দ্রিমার । এর পরই সব বিজেপি বিধায়কের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ স্পিকারের।



















