Tab scam News: কোচবিহারের পর হুগলি, ফের ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। ABP Ananda live
ABP Ananda Live: জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। জেলায় জেলায় ধাক্কা খাচ্ছে 'তরুণের স্বপ্ন'। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ট্যাব কেলেঙ্কারির কারণে নাজেহাল পড়ুয়ারা। হুগলির সিঙ্গুরের নসিবপুর স্কুলে ৫ পড়ুয়ার টাকা ঢুকল অন্য একাউন্টে। গ্রামীণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হুগলি জেলার প্রায় ৯০ জন পড়ুয়ার টাকা ঢোকেনি।
কোচবিহারেও ট্যাব কেলেঙ্কারি। এক স্কুলের টাকা অন্য স্কুলের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ। ট্যাবের টাকা পাননি পুণ্ডিবাড়ির রামগোপাল লাখোটিয়া হাইস্কুলের ৫০ পঞ্চাশ জনের বেশি পড়ুয়া। একই অভিযোগ আরও কয়েকটি স্কুলের। তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ। ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগের হদিশ। উত্তর থেকে দক্ষিণ ট্যাব কেলেঙ্কারি নিয়ে নাজেহাল একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। ইতিমধ্যে ট্যাব কেলেঙ্কারির কারণে পুলিশের জালে ৫ প্রতারক।


















