এক্সপ্লোর
TMC: অনুষ্ঠানে গরহাজির সরকারি কর্তারা, গোঁসা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের
অনুষ্ঠানে গরহাজির সরকারি কর্তারা, গোঁসা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের। ২৩ জানুয়ারি পাঁশকুড়ার অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের বক্তব্য ভাইরাল। 'সবার পদের মোহ, আমি যদি পদে থাকতাম ডিএম-এসপি সবাই অনুষ্ঠানে আসতেন। আজ আমি পদে নেই বলে ডিএম-এসপিরা এই অনুষ্ঠানে আসেননি। সহ্যের সীমা ছাড়ালে কিন্তু বিস্ফোরণ হয়'। ২৩ জানুয়ারি পাঁশকুড়ার অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের বক্তব্য ভাইরাল।
জেলার
লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
আরও দেখুন



















