RG Kar Protest: চিকিৎসকদের পাশে দাঁড়াতে কাঁকিনাড়া থেকে জল আর খাবার নিয়ে হাজির গৃহশিক্ষকের পরিবার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুজোয় এবার নতুন জামা নয়, সেই টাকায় জল আর খাবার দিয়ে আন্দোলনরত জুনিয়র । চিকিৎসকদের পাশে দাঁড়াতে কাঁকিনাড়া থেকে স্বাস্থ্যভবনে হাজির এক গৃহশিক্ষকের পরিবার।
আরও খবর...
আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা ইডি-র। টালা পোস্ট অফিসের পাশে আবাসনের পাঁচতলার ফ্ল্যাটে চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর জি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের কাছেই চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর একটি কফি স্টল রয়েছে। অভিযোগ, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় বেআইনিভাবে চন্দনকে ওই স্টল পাইয়ে দেওয়া হয়েছিল। এর আগে ২৫ অগাস্ট আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় চন্দন লৌহর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় চন্দন ও ক্ষমাকে
চিনার পার্কে সন্দীপ ঘোষের তালাবন্ধ পৈতৃক বাড়িতে ইডি-র হানা। সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। কিন্তু মেন গেট খোলা সম্ভব হলেও, ভিতরে একাধিক তালা। উপরে উঠতে না পারায় তালা খুলতে চাবিওয়ালার খোঁজ করছেন ইডি-র আধিকারিকরা