(Source: Poll of Polls)
TMC News : তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে নিখোঁজ পোস্টার কুলটিতে
ABP Ananda LIVE : কাঞ্চনের পর শত্রুঘ্ন সিন্হা, বিধায়কের পর এবার সাংসদের নামে পড়ল পোস্টার। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে নিখোঁজ পোস্টার কুলটিতে। 'সাংসদ লাপাতা', তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে নিখোঁজ পোস্টার। সোমবার কুলটির বিভিন্ন জায়গায় পোষ্টারে চাঞ্চল্য। ঘটনার নেপথ্য়ে রয়েছে বিজেপি, দাবি তৃণমূলের। ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়, পাল্টা দাবি বিজেপির।
আরও খবর...
সূত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা ১২১, কালীঘাট রোড। এই ঠিকানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। সেই সঙ্গে বিহারের করহাগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম রয়েছে প্রশান্ত কিশোরের। কারও অজানা নয়, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন। সূত্রের দাবি, কলকাতায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল। তাহলে এখনও কেন তাঁর নাম, একই সঙ্গে বঙ্গ ও বিহারে? উঠছে প্রশ্ন। ভোটকুশলী প্রশান্তের ২ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট। কমিশন জানতে চেয়েছে, প্রশান্ত কিশোর কি নাম কাটার জন্য আবেদন করেছিলেন? বলাই বাহুল্য, এক সঙ্গে দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ম বহির্ভূত। এখন এই বিষয়টি কি ইচ্ছাকৃত, খতিয়ে দেখছে কমিশন।






















