Akhil Giri: ফের বিতর্কে কারামন্ত্রী, এবার মহিলা ফরেস্ট অফিসারকেই শাসানি! ABP Ananda Live
TMC News: ফের বিতর্কে কারামন্ত্রী, এবার মহিলা ফরেস্ট অফিসারকেই শাসানি! মহিলা ফরেস্ট অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি!'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন'। 'এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না'। প্রকাশ্যে কাঁথির মহিলা ফরেস্ট অফিসারকে অখিল গিরির হুমকি। 'মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন, 'আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন'। 'আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়'। 'এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'। বেয়াদপ বলে মহিলা ফরেস্ট অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী। উচ্ছেদ অভিযানে বাধা, মহিলা বিট অফিসারকে হুমকি কারামন্ত্রীর!


















