Saokat Molla: তিন দিন পর তদন্তে ফরেন্সিক, ঘটনাস্থলে খুঁটিয়ে পরীক্ষা
ABP Ananda LIVE: সওকত মোল্লার কনভয়ে রেজিস্ট্রেশন ফেল পুলিশের পাইলট কার। তিন দিন পর তদন্তে ফরেন্সিক। ঘটনাস্থলে খুঁটিয়ে পরীক্ষা। থানায় রাখা বাইক ও পাইলট কারের নমুনা সংগ্রহ। তৃণমূল বিধায়কের কনভয়ে কীভাবে চলছিল রেজিস্ট্রেশন ফেল গাড়ি? নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকলসের অনুমতি ছাড়া কার নির্দেশে চলছিল পাইলট কার?এবিপি আনন্দর খবর সম্প্রচারের পর পদক্ষেপ লালবাজারের। পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকাণ্ডে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ লালবাজারের। জয়েন্ট কমিশনার ওয়্যারলেসকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। বিধায়কের কনভয়ের পাইলট কারের চালকের গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। অবিলম্বে তদন্ত রিপোর্ট দিতে DC ইস্ট-কে নির্দেশ লালবাজারের।
৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি SSC-র,১৭% OBC তালিকা ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ
স্কুলে নিয়োগে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ। ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি SSC-র। নবম-দশমে ২৩ হাজার ২১২টি শূন্যপদের বিজ্ঞপ্তি । একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি । ১৭% OBC তালিকা ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ কমিশনের। শিক্ষক নিয়োগে ৭, ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর, রবিবার: SSC-র নবম-দশমের পরীক্ষা । ১৪ সেপ্টেম্বর: SSC-র একাদশ-দ্বাদশের পরীক্ষা।



















