এক্সপ্লোর
TMC: মানুষের ভিড়ে মিশে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জনসংযোগ যাত্রার (Janasanyog Yatra) শুরুতেই মিলল ব্যাপক সাড়া। মানুষের ভিড়ে মিশে গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোথাও তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে এল কম বয়সিরা। কোথাও আবার শিশুকে নিজের কোলে তুলে নিলেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলতে শোনা গেল অভিষেককে (TMC)।
পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনা করলেন অভিষেক। কোচবিহারের দিনহাটা থেকে যাত্রা শুরু করলেন তিনি। গীতালদহে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। মাধাইখাল কালী মন্দিরে পুজো দেন। সেখানে অভিষেকের কানের পিছনে জবাফুলও দেখা যায়।
অভিষেককে সামনে পেয়ে এ দিন অভাব-অভিযোগের কথা জানাতে এগিয়ে আসেন সাধারণ মানুষ। তাঁদের আশ্বাস্ত করেন অভিষেক। কথা বলতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টানেন। জানান, আবাস যোজনা থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
জেলার
'রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত ছবি দেখেছি', ক্ষোভ উগরে দিলেন অনিকেত মাহাতো
হালতু নন্দীবাগানের 'লোকনন্দন উৎসব' এবার পা দিল এগারোতম বর্ষে
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬: ফেস্টিভ মুডে শহর থেকে জেলা, বর্ষবরণ উদযাপনে ব্যস্ত কলকাতা
'প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদির প্রার্থী, এই পদ্মফুলকে জেতাতে হবে', বার্তা সুকান্তর
'এলাকায় থাকতে হবে MLA-দের, নিতে হবে একাধিক কর্মসূচি', টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ
আরও দেখুন

















