Anubrata Mondal : IC-কে কদর্যভাষায় হুমকি, দায়সারা ক্ষমাতেই কেষ্টকে ছাড় !
ABP Ananda LIVE : IC-কে কদর্যভাষায় হুমকি, দায়সারা ক্ষমাতেই কেষ্টকে ছাড় ! কুকথা-বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল। 'IC-কে কদর্যভাষায় ভাষায় আক্রমণে লজ্জিত'। সুব্রত বক্সী, ববি, অরূপের সঙ্গে বৈঠকে বললেন কেষ্ট: সূত্র। 'যা করেছে কেষ্ট, তাকে আমরা কেউ সমর্থন করি না'। 'আশাকরি আর এই ভুল করবে না অনুব্রত মণ্ডল' । কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ববির মুখে অনিল বসু, কৈলাস-প্রসঙ্গ ।
২১ জুলাইয়ের আগে তৃণমূলের মেগা বৈঠক। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাকে ভবানীপুরে বৈঠক দলের । জেলা সভাপতি ছাড়াও বৈঠকে ডাকা হল জেলা চেয়ারম্যানদেরও । উত্তর কলকাতা এবং বীরভূমে জেলা সভাপতি না থাকায় বৈঠকে কোর কমিটির সদস্যরা। বৈঠকে উপস্থিত অনুব্রত ও কাজল শেখ। গতকালই বীরভূম থেকে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC-কে হুমকি-বিতর্কের পর প্রথমবার কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল।


















