Anubrata Mondal: পাঁচ-পাঁচটা দিন কেটে গেল, কেষ্টর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপের পথে হাঁটল না পুলিশ
ABP Ananda Live: পাঁচ-পাঁচটা দিন কেটে গেল। IC ও তাঁর পরিবারকে কদর্য ভাষায় আক্রমণ করা, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপের পথে হাঁটল না পুলিশ। দু'বার তলব করল তারা। অনুব্রত দু'বারই হাজির হলেন না! তারপর পুলিশও চুপ করে বসে গেল! আর কোনও উচ্চবাচ্য়ই নেই! অন্য়দিকে, হাজিরার জন্য় বুধবার সকাল ১১টায় অনুব্রত মণ্ডলের-অনুগামী, সাসপেন্ডেড টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউকে নোটিস পাঠিয়েছে পুলিশ।
বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সেখানে সই রয়েছে H চৌধুরীর। পাশে লেখা রেজিস্ট্রেশন নম্বর। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই H চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। অথচ তিনি যে মেডিক্য়াল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্য়ু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজ অ্য়ান্ড হাসপাতাল। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, সবাই বলছেন, BMOH বা ব্লক মেডিক্য়াল অফিসার একটি নন প্র্যাক্টিসিং পোস্ট। তাই এরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। বিতর্কের পর এদিন দেখা যায় হিটলার চৌধুরীর রামপুরহাটের ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে।



















