Anubrata Mondal: পুলিশ-কর্তাকে হুমকি বিতর্কে নিরাপত্তা কমল কেষ্ট মণ্ডলের ! TMC News
ABP Ananda Live: বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি, ভাইরাল অডিওয় তোলপাড়। বোলপুরের থানার IC-কে অনুব্রত মণ্ডলের কদর্যভাষায় হুমকি! সরিয়ে দেওয়া হল অনুব্রতর নিরাপত্তা। আগামী ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের। বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি, অস্বস্তিতে তৃণমূল। আগামী ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ। কেষ্ট মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের। কোনও পুলিশ আধিকারিকের প্রতি এধরনের মন্তব্য সমর্থন করে না দল। ক্ষমা না চাইলে কেষ্ট মণ্ডলকে শোকজ, জানিয়ে দিল তৃণমূল।
মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ
প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে মধ্যমগ্রাম এবং সোদপুর অটো রুটের ইউনিয়নের গন্ডগোল তার জেরে মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ। অভিযোগ, মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে অটো স্ট্যান্ডের অটোচালকরা সোদপুর থেকে আসা অটো গুলোকে দাঁড়াতে দিচ্ছেন না। শুধু সোদপুর থেকে আসা অটো গুলোর পাসেঞ্জারদেরকে মধ্যমগ্রামের বাদামতলা এবং সাজিরহাটের নামিয়ে দেয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই মুহূর্তে ২ রুটেরই অটো চলাচল বন্ধ।



















