TMC News: ক্রীতদাস, হাতের পুতুল থেকে দালাল, কমিশন ও বিজেপিকে একবন্ধনীতে রেখে নিশানা মুখ্য়মন্ত্রীর
ABP Ananda LIVE: ক্রীতদাস, হাতের পুতুল থেকে দালাল। কমিশন ও বিজেপিকে একবন্ধনীতে রেখে নিশানা মুখ্য়মন্ত্রীর। কখনও নির্বাচন কমিশন, কখনও আবার বিজেপি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়গ্রামের সভা থেকে, নাম না করে মুখ্য় নির্বাচন কমিশনারকেও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। ভোটের এক বছর আগেই, সরাসরি, বিজেপি ও নির্বাচন কমিশনের আঁতাঁতের অভিযোগ তুললেন তিনি। নাম না করে মুখ্য় নির্বাচন কমিশনারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ''ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহের হাতের পুতুল। কলের পুতুল। যেদিকে নাচাবেন, সেদিকে নাচবেন।'' সেই সঙ্গে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, বিজেপির নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা ঘিরেও প্রবল ঝাঁঝ তাঁর গলায়। ২০২৪ সালের লোকসভায়, সরাসরি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী। সরাসরি আক্রমণের সুরে তিনি প্রশ্ন তোলেন, ''মনে আছে? সিঙ্গল মেজরিটি তো পাওনি। হঠাৎ করে, ভোট বাড়িয়ে দিয়েছিল ১২ থেকে ২০ শতাংশ, নির্বাচন কমিশনের সাহায্যে।'' এই নিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও। যদিও, তাৎপর্যপূর্ণ ভাবে, ঝাড়গ্রামের সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের পথে হাঁটালেন না মুখ্যমন্ত্রী।

















