Mamata Banerjee: বিলেত সফর শেষে ফিরলেন মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাস তৃণমূল কর্মী-সমর্থকদের
ABP Ananda Live: বিলেত সফর শেষে ফিরলেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।
HIV আক্রান্ত দম্পতি, শিশুকে স্কুলে ঢুকতে বাধা! আরামবাগে অমানবিক ছবি
HIV আক্রান্ত দম্পতি, শিশুকে স্কুলে ঢুকতে বাধা! আরামবাগে অমানবিক ছবি। স্কুলে যেতে পারছে না দ্বিতীয় শ্রেণির ছাত্র, পুরো পরিবারকে বয়কট!। 'স্কুল পরিচালন সমিতি ও গ্রামবাসীদের বাধায় ওই ছাত্রকে স্কুলে আসতে বারণ করা হয়েছে'। ঘটনার কথা স্বীকার আরামবাগের স্কুলের প্রধান শিক্ষিকার । মাসখানেক আগে HIV আক্রান্ত হন গ্রামের এক দম্পতি। পরিবার ও তাঁদের আত্মীয়দের বয়কট গ্রামবাসীদের একাংশের'। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না পুকুর, উঠতে দেওয়া হচ্ছে না টোটোয়'। ডিজিটাল যুগেও সামাজিক বয়কটের শিকার HIV আক্রান্ত দম্পতি ও তাঁদের পরিবার। গ্রামের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত উপপ্রধানের।

















