TMC News: কৃষ্ণনগর পুরসভায় TMC বনাম TMC, পুরপ্রধান রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের একাংশের
ABP Ananda LIVE: কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। পুরপ্রধান রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের একাংশের। গতকাল অনাস্থা প্রস্তাব আনেন ১৫ জন কাউন্সিলর । তৃণমূলের ১৩ জন, কংগ্রেসের ১ জন ও ১ নির্দল কাউন্সিলর অনাস্থা আনেন । ১৫ দিনের মধ্যে সাধারণ সভা ডাকতে বলা হয়েছে । 'দুর্নীতি রোখার চেষ্টা করেছেন, তাতেই কাউন্সিলরদের ক্ষোভ'।দাবি কৃষ্ণনগরের পুরপ্রধান রীতা দাসের।
'দাঁড়িয়ে থাকা সহজ নয়, মাথা ভারী লাগছে..', আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে প্রথম বার্তা শুভাংশুর
ভারতীয় সময় বিকেল ৪টে ২। দু ঘণ্টা ডকিং প্রসিডিওরের পরে, মহাকাশ স্টেশনে পা রাখলেন শুভাংশু শুক্ল আর তাঁর ৩ সহ নভোশ্চর। ডকিংয়ের প্রক্রিয়া শেষ হলে সন্ধে ৬টা নাগাদ স্পেসস্টেশনে থাকা ৭ মহাকাশচারী স্বাগত জানান শুভাংশুদের। জড়িয়ে ধরেন তাঁদের। মহাকাশের বুকে যেন লেখা হল নতুন এক ইতিহাস। আর সেই মহাকাশের বুকে কার্যত ভাসতে ভাসতেই ভারতকে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু শুক্ল।

















