TMC News:পঞ্চায়েত সমিতির সভাপতি করার জন্য ৪০লক্ষ টাকা নিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী বিস্ফোরক TMCনেত্রী
ABP Ananda LIVE: মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তাঁর কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি করার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছেন। বিস্ফোরক এই অভিযোগ করেছেন মেমারি দুই পঞ্চায়েত সমিতি সভাপতি ময়না হালদার টুডু। তাঁর আরও অভিযোগ, এখন মুখ খুলতে হচ্ছে এই কারণে, সিদ্দিকুল্লা চৌধুরী আমার সঙ্গে যে রকম ব্যবহার করছেন, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পঞ্চায়েত সমিতিতে আমাকে কোনও কাজও করতে দিচ্ছে না। পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। পাল্টা, মেমারির তৃণমূল নেত্রীকে চ্য়ালেঞ্জ করেছেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।


















