TMC News: দাগি তালিকায় নাম তৃণমূল বিধায়ক ও বিধানসভায় তৃণমূলের চিফ হুইপ নির্মল ঘোষের বউমার নাম
ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে 'দাগি'দের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর তারপরই তালিকা থেকে সামনে আসতে শুরু করেছে তৃণমূল নেতা-নেত্রী এবং তাঁদের পরিজনদের নাম। SSC-র প্রকাশিত দাগিদের তালিকায়, ১ হাজার ২৬৯ নম্বরে নাম রয়েছে, উত্তর ২৪ পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক ও বিধানভার মুখ্য় সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। এনিয়ে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আক্রমণ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। এপ্রসঙ্গে নির্মল ঘোষের প্রতিক্রিয়া, আইন আইনের পথে চলবে। এসএসসি-র 'দাগি' তালিকার ১০৪ নম্বরে নাম রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। যিনি আবার বর্তমানে তৃণমূলের কোচবিহারের সম্পাদকের পদেও রয়েছেন। আগেই হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয় তাঁর। উত্তর ২৪ পরগনার নিউ ব্য়ারাকপুর পুরসভার উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে SSC-র প্রকাশ করা দাগি তালিকার ১ হাজার ৩৬০ নম্বরে। এই ইস্যুতে নিউ ব্যারাকপুর শহর জুড়ে পোস্টার দিয়েছে বিজেপি। SSC-র তালিকায় বারোশো চুয়াত্তর নম্বরে নাম রয়েছে, তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সদস্যা ও তৃণমূল নেত্রী সারিকা খাতুনের স্বামী সামসউদ্দিন আহমেদের। তালিকার ৮৬৬ নম্বরে নাম রয়েছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ বকুলশেখর পাঁজার মেয়ে মৌমিতা পাঁজার। ৪১৬ নম্বরে নাম রয়েছে, বকুলশেখর পাঁজার জামাই দিব্যেন্দু মণ্ডলেরও।




















