TMC News : মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলার প্রতিবাদে বিক্ষোভের আঁচ এবার আছড়ে পড়ল ডোরিনা ক্রসিংয়ে!
ABP Ananda LIVE :মঞ্চ খোলা ইস্য়ুতে গতকাল মেয়ো রোডে গিয়ে মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, তাঁকে দেখে পালাচ্ছিলেন প্রায় দুশো জন সেনা জওয়ান। এদিকে ওই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য়জুড়ে আন্দোলনে নামে তৃণমূল। পাশাপাশি ডোরিনা ক্রসিংয়ের কাছেও শুরু হয়েছে ধর্না।সোমবার মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলার প্রতিবাদে বিক্ষোভের আঁচ এবার আছড়ে পড়ল ডোরিনা ক্রসিংয়ে। গতকালই মঞ্চ খোলা ইস্য়ুতে মেয়ো রোডে গিয়ে মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, তাঁকে দেখে পালাচ্ছিলেন প্রায় দুশো জন সেনা জওয়ান। এদিন প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি, নজর ঘোরাতেই এই আন্দোলন। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা-কর্মীরা।
আরও খবর...
ভুয়ো তফসিলি উপজাতির শংসাপত্র দিয়ে মেডিক্য়ালে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া পড়ুয়াদের তালিকা জমা পড়ল
ভুয়ো তফসিলি উপজাতির শংসাপত্র দিয়ে মেডিক্য়ালে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া পড়ুয়াদের তালিকা স্বাস্থ্যভবনে জমা দিল বিভিন্ন মেডিক্য়াল কলেজ হাসপাতাল। স্বাস্থ্যভবন সূত্রে খবর, সেই তালিকায় কলকাতা মেডিক্য়াল কলেজ ও NRS মেডিক্য়াল কলেজ থেকে জমা পড়েছে ৬ টি করে নাম। পাশাপাশি নাম গিয়েছে কলকাতা ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ ও সাগর দত্ত মেডিক্য়াল কলেজ থেকেও।





















