Train Service : সাড়ে ৯টার পর নির্ধারিত সূচি মেনেই শিয়ালদা-দমদম রুটে ট্রেন চলাচল
পাতিপুকুরে রেলব্রিজ সংস্কারের কাজ চলছে। তার জেরে শিয়ালদা থেকে ভায়া দমদম রুটে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদার মেন শাখায় একটি লাইন গেছে কৃষ্ণনগর, রানাঘাটের দিকে। আর একটি লাইন গেছে বারাসাত, বনগাঁর দিকে। এই লাইনগুলিতে চলাচলকারী হাবড়া, ডানকুনি রানাঘাট, কল্যাণী সীমান্ত, দত্তপুকুর, হাসনাবাদ, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, শান্তিপুর, বজবজগামী ২টি আপ ও একটি ডাউন লোকাল, গেদে লোকাল বাতিল করা হয়েছে।
সময়সূচির পরিবর্তন করা হয়েছে ৬টি দূরপাল্লার ট্রেনের। দেরিতে চলবে মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ও শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পূর্ব রেল সূত্রে খবর, সকাল সাড়ে ৯টার পর নির্ধারিত সূচি মেনেই ট্রেন চলাচল করবে। লোকাল বাতিলের প্রভাব সেভাবে পড়েনি। দেরিতে হলেও ট্রেন পাচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।